logo
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৫৪
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর জরুরি সভা সন্ধ্যায়
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর জরুরি সভা সন্ধ্যায়

ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

দলটির উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (বুধবার) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com