logo
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৪৮
অপো এফ নাইনের নতুন ভার্সনে স্ক্রিন রিপ্লেসমেন্ট ফ্রি
প্রথম বাংলাদেশ ডেস্ক

অপো এফ নাইনের নতুন ভার্সনে স্ক্রিন রিপ্লেসমেন্ট ফ্রি

অক্টোবরে বাংলাদেশের বাজারে নিয়ে আসছে এফ নাইন স্ট্যারি পার্পল ভার্সন। স্মার্টফোনটি প্রি-অর্ডার করে গ্রাহকরা পরবর্তী ১ বছরে একবারের জন্য পাবেন ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা।

এছাড়াও এফ৯ স্ট্যারি পার্পল কিনলে গ্রাহকদের জন্য থাকছে মাত্র ৯৯০ টাকায় একবারের জন্য স্ক্রিন রিপ্লেসমেন্ট, যেটির নিয়মিত মূল্য ৪ হাজার ৬০০ টাকা।

গত মাসে অপো এফ নাইন সানরাইজ রেড এবং টুয়ালাইট ব্লু-এর সফল উন্মোচনের পর অপো এফ নাইন স্ট্যারি পার্পল স্মার্টফোনটি বাজারে নিয়ে আসার ঘোষণা দেয়।

গ্রাহকরা ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অপো এফ৯ স্ট্যারি পার্পল স্মার্টফোনটি প্রি-বুক করতে পারবেন।

অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘অপো এফ নাইন স্ট্যারি পার্পল খুব শিগগিরই বাংলাদেশে আসতে যাচ্ছে। এর আগে উন্মোচিত এফ নাইনের এর অন্য দুটি কালারের স্মার্টফোন বাজারে বেশ সাড়া ফেলেছে।

ফোনটিতে রয়েছে ৬.৩ ইঞ্চির বেজেললেস ডিসপ্লে। এতে ৩,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com