logo
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৫৯
তিন ফুট কোবরাকে গিলে ফেলল সাড়ে চার ফুটের কোবরা
প্রথম বাংলাদেশ ডেস্ক

তিন ফুট কোবরাকে গিলে ফেলল সাড়ে চার ফুটের কোবরা

সাপটির দৈর্ঘ্য সাড়ে চার ফুট। ক্ষুধায় তাড়নায় সে গিলে ফেলেছিল তিন ফুটের এক কোবরাকে। পরে অবশ্য হজম হয়নি ওই সাপ। একপর্যায়ে খাদক সাপটি বমি করে তা বের করে দেয়। ভারতের উড়িষ্যা রাজ্যের পুরি জেলায় সাপটি ধরা পড়ে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গ্রামবাসীর সামনেই তিন ফুটের সাপটিকে বমি করে বের করে দেয় সাড়ে চার ফুটের কোবরা। হরিশ চন্দ্র নামের এক ব্যক্তি তার রান্নাঘরে সাপটিকে দেখতে পায়। সাপটি একটি চালের ড্রামে লুকিয়ে ছিল। তিনি তাৎক্ষণিক বিষয়টি স্নেক হেল্পলাইনকে (সাপ ধরতে বিশেষ হেল্পলাইন) অবহিত করেন। পরে হেল্পলাইনের সদস্যরা সাপটিকে উদ্ধার করেন। স্নেক হেল্পলাইনের একজন জেষ্ঠ সদস্য জানান, একই প্রজাতির সাপকে গিলে ফেলা একটি বিরল ঘটনা। এর আগে এমন ঘটেছে বলে আমার জানা নেই। গিলে ফেলা সাপটিকে উদগিরনের দৃশ্যটি স্থানীয়রা মোবাইল ফোনে ধারণ করেন। পরে টাইমস অব ইন্ডিয়া তাদের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com