logo
আপডেট : ৪ অক্টোবর, ২০১৮ ১৬:০১
শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী ঘোষণার দাবি
প্রথম বাংলাদেশ ডেস্ক

শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী ঘোষণার দাবি

আগামী সংসদ অধিবেশনে সংবিধান পরিবর্তন করে শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী ঘোষণার দাবি জানিয়েছে ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি) নামে একটি সংগঠন । জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার মানববন্ধন করে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী ঘোষণা করতে হবে। তাহলে তার যোগ্য নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

বক্তারা আরো বলেন, বাঙালি জাতি অবশ্যই শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী ঘোষণার যৌক্তিকতা বাস্তবে উপলব্ধি করবে। চীনাদের মতো উন্নয়নশীল জাতি হতে হলে বাংলাদেশ স্থায়ী নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। কেননা নেতৃত্বের পরিবর্তন মানে উন্নয়নের অধপতন। তাই উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী থাকতে হবে।

ন্যাশনাল লেবার পার্টির মহাসচিব আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠেনের সদস্য কাজী মাসুদ আহমেদ,আবু আহাদ আল মামুন প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com