logo
আপডেট : ১২ অক্টোবর, ২০১৮ ১৭:২৯
বাংলাদেশে ব্যবহৃত ৯২ শতাংশ পানিই দূষিত
প্রথম বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশে ব্যবহৃত ৯২ শতাংশ পানিই দূষিত

আন্তর্জাতিক বহুমুখী সহায়তা সংস্থা বিশ্বব্যাংক জানিয়েছে, ‘বাংলাদেশে ব্যবহার করা প্রায় ৯২ শতাংশ পানিই দূষিত।

আন্তর্জাতিক বহুমুখী সহায়তা সংস্থা বিশ্বব্যাংক জানিয়েছে, ‘বাংলাদেশে ব্যবহার করা প্রায় ৯২ শতাংশ পানিই দূষিত।’বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাজধানীর এক হোটেলে প্রকাশিত বিশ্বব্যাংকের গবেষণাপত্রে এমন তথ্য জানানো হয়।বিশ্ব সংস্থাটি বলছে, ‘এদেশে পান করার ৪১ শতাংশ পানিতে ই-কোলি ব্যাকটেরিয়া আছে। আর ১৩ শতাংশ পানি আর্সেনিকযুক্ত। শহরগুলোতে ৫২ শতাংশ পানি পাইপলাইনে সরবরাহ করা হলেও তা সঠিক মাত্রায় শোধন করা হয় না।’সংস্থাটি তাদের গবেষণা বলছে, বাংলাদেশে বিশুদ্ধ পানির চরম সংকট চলছে। নলকূপ বা উপরিভাগ পানির সব কয়টি উৎসই এখন ঝুঁকিতে।তারা মনে করে, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা উন্নত করা গেলে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরও গতিশীল হবে।এ বিষয়ের বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ জর্জ জোসেফ বলেন, ‘এখনই বিশুদ্ধ পানির উৎসের প্রতি সচেতন না হলে ভষ্যিতে ভয়াবহ পরিণতির শিকার হতে হবে।’বিষয়টি নিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘সারাদেশে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, বিশ্বব্যাংকের বাংলাদেশ, নেপাল ও ভুটান অঞ্চলের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর শিরিন ঝুমা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুখসানা কাদের।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com