logo
আপডেট : ১২ অক্টোবর, ২০১৮ ১৯:৩৮
বিশ্বজুড়ে ইন্টারনেট বন্ধ থাকবে ৪৮ ঘণ্টা!
প্রথম বাংলাদেশ ডেস্ক

বিশ্বজুড়ে ইন্টারনেট বন্ধ থাকবে ৪৮ ঘণ্টা!

 

'কি ডোমেইন' সার্ভারের রুটিন মেরামতের কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা বিপর্যস্ত হতে পারে। রাশিয়া টুডে বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়েছে, সার্ভার সমস্যার কারণে এই সময়ে ওয়েব পেজ খোলায় সমস্যা হবে, ব্যাহত হতে পারে ইন্টারনেটভিত্তিক সব রকম লেনদেন। ইন্টারনেট সেবা একেবারে বন্ধও হয়ে যেতে পারে বলে জানিয়েছে রাশিয়া টুডে।

ইন্টারনেটের অ্যাড্রেস বুক বা ডোমেন নেম সিস্টেমকে (ডিএনএস) সুরক্ষিত রাখার জন্য যে ‘ক্রিপটোগ্রাফিক কি’ রয়েছে, তা বদলানোর জন্য দি ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন)- এ মেরামতের কাজ করবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com