logo
আপডেট : ১২ অক্টোবর, ২০১৮ ২০:২২
বাংলাদেশের দিকে এগোচ্ছে
দুর্বল হচ্ছে তিতলি, পাহাড় ধসের আশঙ্কা
অনলাইন ডেস্ক

দুর্বল হচ্ছে তিতলি, পাহাড় ধসের আশঙ্কা

 

ভারতের উড়িষ্যার স্থলভাগে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘তিতলি’। এটি ভারী বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে হতে বাংলাদেশের স্থলভাগের দিকে এগোচ্ছে। এর প্রভাবে বাংলাদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

ভারী বৃষ্টিতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকায় কয়েক দফা মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আগামী দু’দিন বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর থেকে জানা গেছে, শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে ৫৮ মিলিমিটার।

হ্যারিকেনের শক্তি নিয়ে বৃহস্পতিবার সকালে ভারতের উড়িষ্যা-অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘তিতলি’। প্রবল এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সেখানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে, মারা গেছে ৮ জন।

ভারতের আবহাওয়া অধিদফতর দুপুরে জানিয়েছে, ‘তিতলি’ দুর্বল হয়ে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। এটি আরও দুর্বল হয়েছে আগামী ৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হবে।

অপরদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভারী বৃষ্টির সতর্ক বার্তায় বলা হয়েছে, উড়িষ্যার গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com