logo
আপডেট : ২২ জুন, ২০১৮ ১১:৪৫
ড. মোজাম্মেল হক দুদক কমিশনার হচ্ছেন
প্রথম বাংলাদেশ ডেস্ক

ড. মোজাম্মেল হক দুদক কমিশনার হচ্ছেন

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন কমিশনার হিসেবে যোগ দেবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। তিনি বিদায়ী কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ২৬ জুন দুদক থেকে বিদায় নেবেন ড. নাসিরউদ্দীন আহমেদ।

সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে দুদকে যোগ দেয়ার জন্য ড. মো. মোজাম্মেল হক খান আগামী ৩০ জুন সিনিয়র সচিবের পদ থেকে পদত্যাগ করবেন। ওই দিনই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে দুদক কমিশনার হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

সূত্র জানায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ড. মো. মোজাম্মেল হক খান আজ (শুক্রবার) বিদেশ সফরে যাচ্ছেন। ফিরবেন ৩০ জুনের আগেই। এর পর তিনি দুদকে যোগ দেবেন।

পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ায় ২৬ জুন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ কমিশন থেকে বিদায় নিচ্ছেন। ড. মোজাম্মেল হক খানকে নিয়োগ দিয়ে শূন্য পদটি পূরণ করা হবে। এ পদটি পূরণের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি ড. মো. মোজাম্মেল হক খানসহ দু'জন যোগ্য ও দক্ষ ব্যক্তির নামসহ একটি প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে পেশ করেছিলেন। পরে রাষ্ট্রপতি ড. মোজাম্মেল হক খানের নামটি চূড়ান্ত করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com