logo
আপডেট : ২৩ জুন, ২০১৮ ১০:৪৯
মণিপুরি নৃত্য উৎসব শেষ হচ্ছে আজ
প্রথম বাংলাদেশ ডেস্ক

মণিপুরি নৃত্য উৎসব শেষ হচ্ছে আজ

রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলা দুই দিনব্যাপী মণিপুরি নৃত্য উৎসব শেষ হচ্ছে আজ (শনিবার)। জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় শাস্ত্রীয় এ নৃত্য উৎসব শুরু হয়।

নৃত্যগুরু বিপিন সিংহের জন্মশত বার্ষিকী উপলক্ষে যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি এবং মণিপুরি নৃত্য সংগঠন ধৃতি নর্তনালয়, ভাবনা, কল্পতরু ও ধ্রুমেল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুইপ শহীদুজ্জামান সরকার, ভারতের নৃত্য সমালোচক সুনীল কুঠারি, লীলা ভেঙ্কাটারমন, শিল্পকলার সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব হোসেন, নৃত্য পরিচালক লুবনা মারিয়াম প্রমুখ।

আগুনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাচের সংগঠন কল্পতরু ও ধ্রুমেলের শিল্পীদের দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা ঘটে। এরপর মণিপুরি নৃত্যে নাট্যশালার মূল মিলনায়তনে মোহনীয়তা ছড়ান শিল্পীরা। উৎসবের দ্বিতীয় ও শেষ দিনে একই মঞ্চে থাকছে মণিপুরি নৃত্য পরিবেশনা।

নৃত্যগুরু বিপিন সিংহ ভারতের মণিপুর রাজ্য থেকে মণিপুরি নৃত্য সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তার হাত ধরেই উপমহাদেশের মণিপুরি নৃত্য মর্যাদার আসনে উন্নীত হয়। আগামী ২৩ আগস্ট এই নৃত্যগুরুর জন্মশতবার্ষিকী।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com