যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে বাদ দিয়েই রূপরেখা চূড়ান্ত করতে ‘জাতীয় ঐক্যের’ আলোচনায় থাকা অন্যদেরকে নিয়ে বৈঠকে বসেছেন গণফোরাম সভাপতি কামাল হোসেন।
শনিবার সাড়ে তিনটার দিকে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়। এতে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জাফরুল্লা চৌধুরী, আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মহসিন মন্টু, আ ব ম মোস্তফা আমিন, সুলতান মনসুর উপস্থিত আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঐক্য প্রক্রিয়ার একজন নেতা বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে বিকল্পধারা থাকছে কি না, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বৈঠকে উপস্থিত একজন নেতা জানান, মঈনুল ইসলাম ও ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ একাধিক নেতা এই আন্দোলন প্রক্রিয়ায় বিকল্পধারা সভাপতি বি চৌধুরী ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে না রাখার পক্ষে মত দিয়েছেন।
সংবাদ সম্মেলনের কথা জানিয়ে মোস্তফা আমিন বলেন, আজ সন্ধ্যা ছয়টায় জাতীয় ঐক্য প্রক্রিয়া সংবাদ সম্মেলন হবে। সেখানে সমস্ত বিষয়ে কথা বলা হবে।
এই বৈঠকটি হওয়ার কথা ছিল কামাল হোসেনের বেইলি রোডের বাসায়। কিন্তু সেখানে বি. চৌধুরী এবং তার ছেলে মাহী বি. চৌধুরী এসে ঘুরে যান। পরে বি. চৌধুরী সন্ধ্যায় তার বারিধারার বাসায়ও আলাদা সংবাদ সম্মেলন ডেকেছেন।