ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের পৃথক দু’টি স্থানে পাহাড় ধস ও দেয়াল ধসে চার জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।
রবিবার (১৪ অক্টোবর) রাত ১টার দিকে নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় দেয়াল ধসে নুরে আলম নান্টু (৩৫) নামে একজন নিহত হন। রাত আড়াইটার দিকে নগরের ৯ নং ওয়ার্ডের ফিরোজশাহ কলোনির ১নং ঝিল এলাকায় পাহাড় ধসের পর পৌনে ৫টার দিকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। আরও দুই জনের পরিচয় সম্পর্কে তাৎক্ষনিক জানা যায়নি।
পাঁচলাইশের দুর্ঘটনার বিষয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হওয়ায় বড় একটি গাছ শিকড় ভেঙে নিচে পড়ে যায়। এতে পাহাড়ের পাদদেশে থাকা কয়েকটি কাঁচা-পাকা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। ধসে পড়ে দেয়াল