logo
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮ ১১:৫৪
সৌদিকে শাস্তির হুমকি ট্রাম্পের
প্রথম বাংলাদেশ ডেস্ক

সৌদিকে শাস্তির হুমকি ট্রাম্পের

সাংবাদিক জামাল খাসোগির হত্যার ঘটনায় সৌদি আরবকে শাস্তির হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, খাসোগির হত্যার ঘটনা প্রমাণিত হলে সৌদি আরবকে অবশ্যই শাস্তি পেতে হবে। শনিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঘটনা যদি সত্য হয়, এর ফল হবে ভয়াবহ ও করুণ। আমরা এর শেষ দেখে ছাড়ব।

এদিকে খাসোগি হত্যার ঘটনাকে ‘ভয়াবহ ও দুঃখজনক’ উল্লেখ করে এর ব্যাখ্যা চেয়েছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাত্রেঁদ্ধা।

অন্যদিকে এ ঘটনায় ক্রমেই আন্তর্জাতিক চাপে পড়ছে সৌদি আরব। আগামী ২৩-২৫ অক্টোবর অনুষ্ঠেয় দেশটির বিনিয়োগবিষয়ক সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের খ্যাতিমান ব্যবসায়ী, সংবাদমাধ্যম ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।

এদের মধ্যে রয়েছেন সাবেক যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী আর্নেস্ট মোনিজ, এওএলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ কেস, যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ইকনোমিস্ট, সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস, সিএনএন, সিএনবিসিসহ আরো অনেক প্রতিষ্ঠান


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com