logo
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮ ১৭:৫৯
নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট
নড়াইল প্রতিনিধি ঃ
নিজস্ব প্রতিবেদক

নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট

মহামান্য সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নের লক্ষে অনির্দিষ্টকালের জন্য নড়াইল জেলা সহ ৯ জেলাতে অবস্থান ধর্মঘট।
 
রবিবার ১৪ অক্টোবর সকাল ১০ টা  থেকে নড়াইল সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ৪৪ জন চাকুরি প্রত্যাশিরা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে । 
 
২০১২ সালে স্বাস্থ অধিদপ্তরের সিভিল সার্জনের অধীনে ৯ টি জেলায় ( নোয়াখালী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর,সাতক্ষীরা, নড়াইল,নওগাঁ, বরিশাল) ৩য় ও ৪র্থ শ্রেনীর ৯১১ পদে কর্মচারী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।
 
২০১৩ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করলেও ১৭ আগস্ট ২০১৩ সালে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করেনি। 
 
২০১৪ সালে উচ্চ আদালত মৌখিক পরীক্ষার ফলাফল তিন মাসের জন্য স্থগিত করে কিন্তু ৩মাস পরে ফল প্রকাশের জন্য সুপ্রিম কোর্ট পুনরায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিলে স্বাস্থ অধিদপ্তর এখনো সে নির্দেশ বাস্তবায়ন করেনি।
 
উক্ত নিয়োগাদেশ বাস্থাবায়ন না করে ২০১৫ সালে স্বাস্থ্য অধিদপ্তর পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, ২০১৩ স্থগিত নিয়োগের ফল প্রত্যাশীরা নিয়োগের বিরুদ্ধে উচ্চ আদালতে গেলে আবারো উচ্চ অাদালত তাদের মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
 
সরকার এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে অাপিল করে কিন্তু উচ্চ আদালত অাপিল খারিজ করে চাকুরি প্রত্যাশিদের পক্ষে অাবারও রায় দেন।
 
সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রায়ন থেকে উপসচিব (প্রশাসন-১)এ.জেড.এম.শারজিল হাসান এর স্বাক্ষারিত (স্মারক নং প্রশা-১/এডি/২সি-৭/২০০৬/অংশ-২০/১৪২৯)স্বাস্থ্য অধিদপ্তরাধীন ৯(নয়)জেলার সিভিল সার্জন অফিসের ৩য় ও ৪র্থ শ্রেনীর(১১-২০গ্রেট) জনবল নিয়োগের বিষয় মহামান্য অাপীল বিভাগের অাদেশ বাস্তাবায়ন জন্য ৬০কার্য দিবস মধ্যে সম্পূর্ন করার নিদের্শ প্রদান করেন। 
 
অথচ ৬০কার্য দিবস অতিক্রম হয়েছে অনেক অাগেই, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের একটি কুচকরি মহল মহামান্য অাপীল বিভাগের অাদেশ বাস্তায়বন না করে স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
 
অবস্থান ধর্মঘটে উপস্থিত চাকুরী প্রত্যাশীরা তাদের বক্তব্যে বলেন, যদি এই অাদেশ দ্রুত সময়ের মধ্যে বাস্তায়বন না করা হয় তবে অামরা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করবো না অারো কঠোর অাদোলন করে যাবো। তারা আরো বলেন, আমরা আজ বড় অসহায়, কারন আমাদের বেশির ভাগ মানুষের বয়স শেষ হয়েছে।হয় চাকুরী দেন না হয় মৃত্যু দেন।
 
এ বিষয়ে তারা দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।
 
 
 
 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com