logo
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮ ২০:০২
উত্তর কোরিয়ার নেতা কিম জং-আনের অনুকরণকারীদের বিচিত্র জীবন: দিনে রোজগার ১০ হাজার ডলারেরও বেশি
প্রথম বাংলাদেশ ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিম জং-আনের অনুকরণকারীদের বিচিত্র জীবন: দিনে রোজগার ১০ হাজার ডলারেরও বেশি

হাওয়ার্ড এক্স রাজনীতির একজন সমালোচক। থাকেন হং কং-এ। আরেকজন আছেন মিনিয়ং কিম, যার আরেকটি নাম ড্রাগন কিম, থাকেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলে।

তাদের দু'জনের মধ্যে একটা মিল আছে। বড় রকমের মিল। আর সেটা হলো তারা দুজনেই দেখতে অনেকটাই উত্তর কোরিয়ার নেতা কিম জং-আনের মতো।

এই জিনিসটাকে কাজে লাগিয়েই তারা গড়ে তুলেছেন নিজেদের এমন কিছু পেশা যা থেকে তারা প্রতিদিন গড়ে ১০ হাজার ডলারের বেশি আয় করছেন।

এসব পেশার মধ্যে রয়েছে ভিডিও গেমের জন্যে অভিনয় করা, শপিং মলের উদ্বোধন এবং ধনকুবেরদের জন্মদিনের অনুষ্ঠানে আগাত অতিথিদের মনোরঞ্জন করা। এই কাজগুলোই তারা করে আসছেন গত প্রায় ছয় বছর ধরে।

"কিম জং-আন ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথা ঘোষণা করেন, কিম্বা প্রেসিডেন্ট ট্রাম্পকে 'বুড়ো হাবড়া' বলে ডাকেন তখনই আমার ফোনে কল আসে আর আমি একটা কাজ পেয়ে যাই," বলেন হাওয়ার্ড। "সবসময় একেবারে শেষ মুহূর্তে কাজটা আসে। মাত্র ২৪ ঘণ্টার নোটিসে। এবং এটা যেকোন কিছুই হতে পারে।"

মিনিয়ং-এর এখন আলোচনা চলছে কেন্টাকি ফ্রাইড চিকেন ফাস্টফুড কোম্পানির সাথে। তাদের নতুন একটি বিজ্ঞাপনে অভিনয় করা নিয়ে।

অন্যদিকে হাওয়ার্ড গিয়েছিলেন ম্যাকাওতে একটি অনুষ্ঠানে যোগ দিতে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের মতো দেখতে আরো দুজন উপস্থিত ছিলেন।

"বড় একটি মিসাইলের মতো দেখতে একটি কেক বানানো হয়েছিল ওই অনুষ্ঠানের জন্যে। আমাদের তিনজনে মিলে ওই কেকটিকে কাটতে হয়েছে," বলেন তিনি।

কিম জং-আন যখন ক্ষমতায় আসেন ২০১১ সালের ডিসেম্বর মাসে, মিনিয়ং তখনও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে চাকরি করতেন।

"সেসময় খুব চাপ তৈরি হতো। কিম জং-আন যখনই কিছু করতেন বা বলতেন, আমার ঊর্ধ্বতন ও অধস্তন যারা ছিলেন তারা আমার কাছে এসে বলতেন, এটা তোমার কারণে হচ্ছে, কারণ তুমি দেখতে তার মতো।"

সামরিক বাহিনীর চাকরি শেষে তিনি এই জিনিসটাকেই তার রোজগারের জন্যে কাজে লাগাতে চাইলেন। একদিন তিনি তার পাড়ার নাপিতকে বললেন, কিম জং-আনের মতো করে তার চুল কেটে দিতে। তারপর মি. কিমের কোটের মতো একটা কোট কিনলেন সস্তায়।

তারপর চলে গেলেন সউলের একটা রাস্তায়। লোকজন তখন তাকে ঘিরে ধরলো।

"হাজার হাজার মানুষ আমার ছবি তুলতে শুরু করলো। পরদিন আমি দেখলাম সব টিভিতে আমাকে দেখানো হচ্ছে। এক মাসের মধ্যেই দেখলাম বিভিন্ন কোম্পানি থেকে তাদের বিজ্ঞাপনে অভিনয় করার জন্যে আমাকে অনুরোধ করা হচ্ছে।"

প্রায়ই একই রকমভাবে রাতারাতি বিখ্যাত হয়ে যান হাওয়ার্ডও। আর এটা শুরু হয় কোন এক 'এপ্রিল ফুল' দিবসে ফেসবুকে কিম নাম দিয়ে তার একটি ছবি পোস্ট করার মধ্য দিয়ে।

সেসময় ওই ছবিটি ভাইরাল হয়ে যায়। কিন্তু মি. কিমের মতো করে চুল কাটতে গিয়ে সমস্যায় পড়ে যান তিনি।

"তার মাথার পেছন দিকে চুল কেমন তার তো কোন ছবি ছিল না। সেটা যোগাড় করাও কঠিন। তখন এ নিয়ে আমি কিছু গবেষণা করি। তার বহু ছবি প্রিন্ট করি। সেগুলোকে আমি একজনের কাছে নিয়ে যাই। তিনি তখন সবকিছু ঠিক করে দেন। তারপর থেকে তিনিই আমার স্টাইল ঠিক করে দেন।"

 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com