টাঙ্গাইলে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) জেলা সভাপতি শরিফ ফরহাদ নিহত হয়েছেন। র্যাব বলছে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসময় তাদের দুই সদস্য অাহত হয়েছে বলেও দাবি করেছে র্যাব।
রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম বলেন: নিষিদ্ধ সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) বেশ কয়েকজন চরমপন্থি নাশকতার পরিকল্পনায় বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দাইন্যা মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
‘এসময় তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালায়। এক পর্যায়ে এক চরমপন্থি গুলিবিদ্ধ হয় এবং অপর চরমপন্থীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অস্থায় ওই চরমপন্থিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
র্যাবের এই কর্মকর্তা অারও বলেন: আহত দুই র্যাব সদস্যকে চিকিৎসা দেয়া হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে