logo
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮ ১০:২৫
খাশোগি হত্যার ঘটনায় মুখ খুলল সৌদি আরব
প্রথম বাংলাদেশ ডেস্ক

খাশোগি হত্যার ঘটনায় মুখ  খুলল সৌদি আরব

চলতি মাসের গোড়ার দিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে সাংবাদিক জামাল খাশোগি নিহত হয়েছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, খাশোগির অন্তর্ধানের ১১ দিনের মাথায় গত শুক্রবার প্রথমবারের মতো বিষয়টি নিয়ে কথা বললেন সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সউদ বিন নায়েফ বিন আবদুল আজিজ।

সৌদি আরব বলছে, এগুলো ‘মিথ্যাচার ও ভিত্তিহীন অভিযোগ’।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এ ঘটনাটির প্রকৃত সত্য উদঘাটনে আগ্রহী। কিন্তু, খাশোগির খুনের নির্দেশনা সংক্রান্ত খবরগুলো একেবারেই ভিত্তিহীন। বলেন, প্রিন্স আবদুল আজিজ।

তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকেই নিখোঁজ থাকা সাংবাদিক জামাল খাশোগিকে কনস্যুলেটের ভেতরে হত্যা করার অভিযোগ সৌদি আরব শুরু থেকেই নাকচ করে আসছে।

এ ঘটনায় নাম প্রকাশ না করার শর্তে তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন- এমন কয়েকটি অডিও-ভিডিও রেকর্ড তাদের হাতে রয়েছে যা থেকে এটা প্রমাণ করা সম্ভব যে, খাশোগিকে সৌদি কনস্যুলেটের ভেতরেই হত্যা করা হয়েছে। কেননা, সেখানে যে কথাবার্তা শোনা গেছে তা থেকে পরবর্তী ঘটনাপ্রবাহ অনুমান করা অসম্ভব কিছু নয়।

সৌদি আরবের একটি রাষ্ট্রীয় কিলিং স্কোয়াড তাকে খুন করে লাশ টুকরো টুকরো করে ফেলে।

বিবিসির সঙ্গে আলাপকালে সাংবাদিক জামাল খাশোগির অন্তর্ধান নিয়ে উদ্বেগ জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বার্তা দেয়া জরুরি যে, এমন কিছু ঘটতে পারে না। তবে সেদিনের প্রকৃত ঘটনা খুঁজে বের করাটা গুরুত্বপূর্ণ।

খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন দেশ ও সংস্থা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনায় সৌদি আরবকে চরম শাস্তির হুশিয়ারি দিয়েছেন। খবর ডেইলি সাবাহর।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যমে সিবিএস এর ‘৬০ মিনিটস’ প্রোগ্রামে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ঘটনার শিকড় পর্যন্ত প্রায় পৌঁছে গেছি। যদি জামাল খাশোগিকে হত্যা করা হয়ে থাকে তাহলে চরম শাস্তি দেয়া হবে।

তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সাংবাদিক জামাল খাশোগিকে কনস্যুলেটের মধ্যে হত্যা করা হয়েছে। তিনি সেখানে যাওয়ার দুই ঘণ্টার মধ্যে তাকে হত্যা করে কেটে টুকরো টুকরো করা হয়।

উল্লেখ্য, সৌদি আরবের বর্তমান বাদশাহ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক ছিলেন সাংবাদিক জামাল খাশোগি। তিনি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়ে আর ফিরে আসেননি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com