logo
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮ ১০:৩৩
যৌন হয়রানির অভিযোগে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ
প্রথম বাংলাদেশ ডেস্ক

যৌন হয়রানির অভিযোগে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ

ভারতে চলমান মি টু আন্দোলনে অভিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর পদত্যাগ করেছেন বলে ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে।

সম্প্রতি মি টু আন্দোলনে কয়েকজন নারী সাংবাদিক সাবেক এই সম্পাদকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে রবিবার দেশে ফিরে তিনি পদত্যাগ করলেন।

দ্য স্টেটসম্যানসহ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ই মেইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন আকবর। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় তা গ্রহণ করেছে কিনা তা নিশ্চিত করেনি গণমাধ্যম।

এর আগে দিশে ফিরে বিমানবন্দর থেকে এ অভিযোগের প্রেক্ষিতে এই মূহুর্তে কোনো বিবৃতি দেবেন না বলে জানান এম জে আকবর।

অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের প্রেক্ষিতে মন্ত্রী জানান, এ বিষয়ে পরে বিবৃতি দেয়া হবে। গত কয়েকদিনে এই মন্ত্রীর বিরুদ্ধে বেশ কয়েকজন নারী সাংবাদিক যৌন হয়রানির অভিযোগ তুলেছেন।

তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ আমলে নিয়েছে বিজেপি। যদিও দলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com