logo
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮ ১৪:১০
সেই গাড়িচালকও না ফেরার দেশে
প্রথম বাংলাদেশ ডেস্ক

সেই গাড়িচালকও না ফেরার দেশে

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) রংপুর বিভাগীয় কার্যালয়ের গাড়িচালক হাফিজুর রহমান (৪৭) মারা গেছেন। রোববার রাত সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ১১ অক্টোবর বৃহস্পতিবার সকালে অফিসের জিপ গাড়ি নিয়ে দিনাজপুর যাওয়ার পথে চিরিরবন্দর উপজেলার উচিতপুর এলাকায় ফুলবাড়ী-দিনাজপুর সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। তাকে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ওই দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ওই দুর্ঘটনায় গাড়িতে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন (৫৯) ঘটনাস্থলেই নিহত হন।

গাড়িচালক হাফিজুর রহমান নাটোর জেলার চকরহিমপুর বাগাতিপাড়া এলাকার মৃত তাহির উদ্দিনের ছেলে।

হাফিজুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ের হিসাব রক্ষক আব্দুল মোন্নাফ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com