logo
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮ ১১:১৫
নির্বাচনে ইসির জন্য বরাদ্দ ৭শ’কোটি টাকা
প্রথম বাংলাদেশ ডেস্ক

নির্বাচনে ইসির জন্য বরাদ্দ ৭শ’কোটি টাকা

জাতীয় নির্বাচন আয়োজনে ইসির জন্য সাতশ’ কোটি টাকা বাজেট অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

তবে বৈঠকে জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ক্ষমতা বাড়ানো ও নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দেয়াসহ পাঁচ বিষয়ে কমিশনার মাহবুব তালুকদারের সঙ্গে মতভেদ দেখা দিলে কমিশনের বৈঠক বর্জন করেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহবুব তালুকদার। তিনি জানান মত প্রকাশের স্বাধীনতা না দেয়া ও সরকারের সঙ্গে ইসির সংলাপ, জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ক্ষমতা বাড়ানো ও নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দেয়াসহ ৫টি প্রস্তাবনা কার্যতালিকায় অন্তর্ভুক্ত না করায় তিনি বৈঠক বর্জন করেছেন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার আবারও বৈঠকে বসবে ইসি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com