logo
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৮ ১৩:০৩
সৌদি আরবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রথম বাংলাদেশ ডেস্ক

সৌদি আরবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

রিয়াদের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পর এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ্ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।এই সফরে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক, আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তার স্ত্রী সৈয়দা রুবাবা রহমান এবং প্রধানমন্ত্রীর পরিবারের কয়েকজন সদস্য।এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ‘অরুণ আলো’ প্রধানমন্ত্রীকে নিয়ে সৌদি আরবের পথে রওনা হয়।

 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com