logo
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৮ ১৩:১৮
কেন সর্বোচ্চ সতর্ক অবস্থায় বাংলাদেশ ব্যাংক?
প্রথম বাংলাদেশ ডেস্ক

কেন সর্বোচ্চ সতর্ক অবস্থায় বাংলাদেশ ব্যাংক?

এবার ভুয়া আবেদনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য চুরির যে ঘটনা তাকে ‘অশনি সংকেত’ বলে মনে করছে ব্যাংক ও আর্থিক খাতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ধারণা, প্রাথমিকভাবে সাধারণ তথ্য হাতিয়ে নিয়ে পরে যেকোন সময় যেন ব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেতে পারে হয়তো সেই চেষ্টা করেছিল প্রতারক চক্র। তবে এতে সর্বোচ্চ সতর্ক অবস্থা নেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে। প্রতিষ্ঠানটির সব স্তরের কর্মকর্তাকে রীতিমত ঘোষণা দিয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি একটি প্রতারক চক্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে বাংলাদেশ ব্যাংক থেকে কিছু তথ্য হাতিয়ে নেয়। কিন্তু বড় ধরনের কেনো দুর্ঘটনা ঘটার আগেই বিষয়টি ধরা পড়ে যায়। সাথে সাথেই দ্রুত ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে গত ৯ অক্টোবর চিঠি পাঠান পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। ওই দিন গভর্নর ফজলে কবির দেশের বাইরে ছিলেন। তবে, দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, যেসব তথ্য প্রতারক চক্র নিয়েছে বলে শোনা যাচ্ছে তাতে কোন ক্ষতি নেই। কারণ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যদের তালিকা নিয়েছে তারা। এসব তথ্য সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটেও দেয়া থাকে।

তবে ওই কর্মকর্তা বলেন, প্রতারক চক্র হয়তো প্রাথমিকভাবে সাধারণ তথ্য নিয়ে পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণগুলো নেয়ার পথ সহজ করতে চেয়েছিল। তাই এই ঘটনাকে একেবারে উড়িয়ে দেয়া যাবে না। এটা ভবিষ্যতের জন্য অশনি সংকেত।

 
 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com