logo
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৮ ১৪:৫৩
ক্যাটরিনার সেলফিতে অর্ধেক সালমান
প্রথম বাংলাদেশ ডেস্ক

ক্যাটরিনার সেলফিতে অর্ধেক সালমান

সোশ্যাল মিডিয়ায় ভক্তদেরকে আপডেট জানাতে খুব ভালোবাসেন ক্যাটরিনা। আবুধাবিতে ‘ভারত’ ছবির শুটিং শেষ হয়েছে। আর তাই, শুটিং শেষে একটি সেলফি তুলতে এবং সেটা আপলোড করতে ভুল করেননি তিনি। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম একাউন্টে ভক্তদের সঙ্গে সেলফিটি শেয়ার করেছেন ক্যাটরিনা।

সেলফিতে ক্যাটরিনার সঙ্গে আছেন সালমান খান এবং সুনীল গ্রোভার। অবশ্য সালমান খান পুরোপুরি নেই, অর্ধেক আছেন। অর্থাৎ সেলফিতে তার অর্ধেক মুখ এসেছে। ক্যাটরিনা ক্যাপশনে লিখেছেন, ‘শিডিউল র‍্যাপ। শপিং এ গিয়েছিলাম।’

ছবির প্রতি ভক্তদের আগ্রহ বাড়িয়ে তুলতে ‘ভারত’ টিম নিয়মিতই শুটিং এর বিভিন্ন আপডেট এবং মজার সব ছবির শেয়ার করেছেন ভক্তদের সাথে। এর আগে রোম্যান্টিক থ্রিলার ধাঁচের এই ছবিটির শুটিং হয়েছে মুম্বাই ও মালটায়।

‘ভারত’ ছবিটি দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ‘ওডে টু মাই ফাদার’ ছবির রিমেক। এ ছবিতে সালমানের-ক্যাটরিনা ছাড়াও থাকছেন সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফ, টাবু, দিশা পাটানি ও নোরা ফাতেহি। জ্যাকি শ্রফকে দেখা যাবে সালমানের বাবার ভূমিকায়। ২০১৯ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। ডেকান ক্রনিকল

 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com