logo
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৮ ১৫:২৬
মাহিকে নিয়ে জয়ের আনন্দ অশ্রু!
প্রথম বাংলাদেশ ডেস্ক

মাহিকে নিয়ে জয়ের আনন্দ অশ্রু!

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক শুরু করেছেন তার নতুন চলচ্চিত্র ‘আনন্দ অশ্রু’র শুটিং। সম্প্রতি আশুলিয়ার একটি কলেজে এই ছবির শুটিং শুরু হয়েছে। ছবিতে মাহির বিপরীতে যুক্ত হয়েছেন জয় চৌধুরী। ছবিতে আরও আছেন সাইমন সাদিক।

জয় চৌধুরী বলেন, ‘আমরা সোমবার থেকে আশুলিয়ায় একটি কলেজে শুটিং করেছি। এখানে আগামী ২১ তারিখ পর্যন্ত টানা শুটিং করার কথা রয়েছে। শহরের একটি অংশের শুটিং করা হচ্ছে এখানে। ত্রিভুজ প্রেমের এই ছবিতে মাহি ও সাইমন সাদিকের সাথে আমি অভিনয় করছি।’

ছবিতে নিজের চরিত্র নিয়ে জয় চৌধুরী বলেন, ‘আসলে অনেক সুন্দর একটি চরিত্র নিয়ে আমি এই ছবিতে অভিনয় করছি। এর আগে যত ছবিতে কাজ করেছি সেখানে দর্শক আমাকে একটি চরিত্রে দেখেছেন কিন্তু এই ছবিতে আমি তিনটি চরিত্র নিয়ে হাজির হচ্ছি। দর্শক আমার তিনটি লুক দেখতে পাবেন। আমিও অভিনয় দেখানোর একটি সুযোগ পেয়েছি। ছবির গল্পটাও অনেক সুন্দর। আশা করি দর্শক ভালো একটি ছবি উপহার পাবে।’

ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আমরা বছরের শুরুতে মানিকগঞ্জে ছবির শুটিং করেছি। মাঝে ঈদের ছবি ‘জান্নাত’ নিয়ে ব্যস্ত ছিলাম। ছবিটি দর্শক পছন্দ করেছেন বলে আমি সবার কাছে কৃতজ্ঞ। সোমবার থেকে আবারও ছবির শুটিং শুরু করেছি। এখানে টানা পাঁচদিন শুটিং করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

‘দুই নয়নের আলো’, ‘মা আমার চোখের মণি’, ‘মন ছুঁয়েছে মন’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘চুপি চুপি প্রেম’, ‘এমনও তো প্রেম হয়’ মানিকের উল্লেখযোগ্য চলচ্চিত্র। গত ঈদে মুক্তি পায় তাঁর ছবি ‘জান্নাত’।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com