খারাপ সময়গুলো যেনো পিছু ছাড়ছেনা মার্কিন পপ তারকা সেলেনা গোমেজের। খুব কম বয়সেই পেয়েছেন তারকা খ্যাতি। বর্ণিল জীবনে হঠাৎ করেই নানা রোগ হতে শুরু করে সেলেনার। গত বছর কিডনি জনিত সমস্যায় ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তার বান্ধবী সেলেনাকে কিডনি দান করে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন।
সম্প্রতি আবারো লস এঞ্জেলসের একটি হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়েছে সেলেনাকে। কারণ হিসেবে জানা যায় পর পর দুইবার ইমোশনাল ব্রেকডাউন হওয়ায় মানসিক স্থিরতা হারাতে বসেছিলেন সেলেনা। সে কারণেই তাকে জরুরী ভিত্তিতে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এদিকে সেলেনা ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থতা কামনা করে হ্যাশট্যাগ আহবান করেছেন। তারা চান শিগগিরই আবার সুস্থ হয়ে ফিরে আসুক সেলেনা।