logo
আপডেট : ২৬ জুন, ২০১৮ ১২:৩৪
গেণ্ডারিয়ায় মাদকসহ গ্রেফতার ১৭
প্রথম বাংলাদেশ ডেস্ক

গেণ্ডারিয়ায় মাদকসহ গ্রেফতার ১৭

রাজধানীর গেণ্ডারিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত গেণ্ডারিয়া থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে পুলিশের ডগ স্কোয়াডও ব্যবহার করা হয়।

অভিযানকালে গেণ্ডারিয়ার করাতিটোলা, স্বামীবাগ মুন্সিরটেক, দয়াগঞ্জ বাজার এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২০পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ অ্যাম্পুল প্যাথেডিন, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৩৬০ পুরিয়া হেরোইন ও ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com