logo
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮ ১১:২১
তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৮, আহত ১৮৭
প্রথম বাংলাদেশ ডেস্ক

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় শিশুসহ নিহত ১৮, আহত ১৮৭

তাইওয়ানে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৮ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮৭ জন যাত্রী। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে ।

রবিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির ইলান কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটিতে ৩৬৬ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

গত ২৭ বছরের মধ্যে এটি ভয়াবহ রেল দুর্ঘটনা বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

রাজধানী তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরবর্তী সু-আও শহরের জিনমা স্টেশনের নিকটবর্তী একটি জায়গায় ট্রেনটি লাইনচ্যুত হয়। পুয়ুমা এক্সপ্রেস ট্রেনটি রাজধানী তাইপে থেকে দক্ষিণাঞ্চলীয় তাইতুং কাউন্টির দিকে যাচ্ছিল।

তাইওয়ান রেলওয়ে প্রশাসনের প্রধান জেসন লু বলেন, ‘ট্রেনটির চারটি বগি একেবারে ৯০ ডিগ্রি উল্টে যায়। হতাহতদের অধিকাংশ ওই চারটি বগিতে ছিলেন।’
ট্রেনটিতে থাকা যাত্রী হেনরি সেং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ট্রেনটি অতিদ্রুত চলছিল, হঠাৎ আমি ট্রেনের ভেতরের দেয়ালে ধাক্কা খেলাম এবং পাঁচ থেকে ছয়জন দরজা দিয়ে ছিটকে পড়ল।‌‌’

‘তখন আসলে কী করা উচিত, তা চিন্তা করার সময় ছিল না। সবাই ট্রেন থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছিল‌‌,’ বলছিলেন বেঁচে যাওয়া যাত্রী হেনরি সেং।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com