logo
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮ ১১:৪৪
পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু
প্রথম বাংলাদেশ ডেস্ক

পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে পিকআপের ধাক্কায় রিকশায় থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে নাবিলা নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার রাত ১০টার দিকে রিকশা করে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে নিউমার্কেট থেকে আদাবরের বাসায় ফিরছিলেন মা নাজমা বেগম। মোহাম্মাদপুর থানার সামনের সড়কের ক্রসিংয়ে একটি পিকআপের ধাক্কায় রিকশা থেকে সন্তানসহ পড়ে যান তিনি।

ওই সময় শিশু নাবিলার ওপর দিয়ে রিকশার চাকা উঠে যায়।

গুরুতর আহত অবস্থায় নাবিলাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পিকআপ চালক ও হেলপারকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com