logo
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮ ১১:৫১
সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
প্রথম বাংলাদেশ ডেস্ক

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত

সাউথ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরের একটি দোকানে আগুনের ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৪ বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার ভোরে এই আগুনের ঘটনা ঘটে। স্বজনরা জানিয়েছেন, সন্ত্রাসীরা চাঁদা দাবি করলে তা দিতে তারা অস্বীকৃতি জানালে দোকানে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন, ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের আবুল খায়েরের ছেলে আনোয়ার হোসেন ও মোশারফ হোসেন, দাগনভূঞা পৌরসভার বজলুর রহমান খানের ছেলে মমিনুল হক। অপরজন হলেন জামালপুরের মোহাম্মদ ইব্রাহীম। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com