logo
আপডেট : ২২ অক্টোবর, ২০১৮ ১১:৫৯
বান্দরবানে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম বাংলাদেশ ডেস্ক

বান্দরবানে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বান্দরবানে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রোয়াংছড়ি উপজেলার বটতলি এলাকার তুমপায় তঞ্চঙ্গ্যার ছেলে সুমন তঞ্চঙ্গ্যা (২০) এবং একই উপজেলার ওয়াগ্যাই পাড়া এলাকার মানিক তঞ্চঙ্গ্যার ছেলে অভিজিৎ তঞ্চঙ্গ্যা (২২)।

বান্দরবান দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা ফরহাদ উদ্দিন বলেন, দুই যুবক মোটরসাইকেলে নিয়ে রেইছা এলাকা থেকে বান্দরবান হয়ে রোয়াংছড়িতে যাচ্ছিলেন। লালব্রিজ এলাকায় গেলে তাদের মোটরসাইকেলকে চাপা দেয় একটি বাস। দুইজনকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দমকল বাহিনীর সদস্যদের খবর দেয়। পরে দমকল বাহিনীর সদস্যরা ওই দুইজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com