logo
আপডেট : ২৮ জুন, ২০১৮ ১১:৩৮
কুড়িলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পিকআপভ্যান চালক নিহত
প্রথম বাংলাদেশ ডেস্ক

কুড়িলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পিকআপভ্যান চালক নিহত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামরুল ইসলাম (২৬) নামের এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মুমূর্ষু অবস্থায় ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কামরুল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আব্দুর রহমানের ছেলে। ঢাকায় লালবাগ এলাকার রহমতগঞ্জে বসবাস করতেন। নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহতের সহকারী রফিক জানান, ময়মনসিংহে ট্রিপ নামিয়ে এসে ভোরে কুড়িল বিশ্বরোডে চা খেতে নামেন তারা। এ সময় কয়েকজন ছিনতাইকারী কামরুলকে ঘিরে ধরে এবং টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। মোবাইল ও টাকা না দিতে চাইলে একপর্যায়ে ছিনতাইকারীরা কামরুলকে ছুরিকাঘাত করে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com