logo
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮ ১২:১৪
শ্বশুর বাড়ি মধুর হাড়ি!
প্রথম বাংলাদেশ ডেস্ক

শ্বশুর বাড়ি মধুর হাড়ি!

শোনা যাচ্ছে ডিসেম্বরে বিয়ে প্রিয়াঙ্কা এবং নিক জোনাসের। এরমধ্যেই নাকি শ্বশুরবাড়ি মুম্বাইকে আপন করে নিয়েছেন নিক। তেমনটাই জানালেন প্রিয়াঙ্কা।t

প্রিয়াঙ্কা বলেন, ‘প্রথমবার যখন ও মুম্বাই এসেছিল, তখন তাকে আমি সব যায়গা চিনিয়েছি। আর এখন, আমি ব্যস্ত থাকলে ও নিজেই আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়।’ তিনি আরও জানান, প্রিয়াঙ্কার থেকে বেশি যায়গা চেনেন নিক। কারণ, প্রিয়াঙ্কা বাইরে বের হতে খুব একটা পছন্দ করেন না। কিন্তু নিক কোথায় কী হচ্ছে, এই ব্যাপারে খুব আগ্রহী। হবু বউয়ের শহরকে ভালোবেসে আপন করে নিয়েছেন তিনি।

১৮ আগস্ট ‘রোকা’ অনুষ্ঠানে বাগদান করেছেন প্রিনিক জুটি। শোনা যাচ্ছে ২ ডিসেম্বর যোধপুরের হোটেল উমেদ ভবন প্যালেসে বিয়ের অনুষ্ঠান হবে তাদের। পৃথিবীতে ব্যয়বহুল বিয়ের ভেন্যুগুলোর মধ্যে অন্যতম ভারতের উমেদ ভবন প্যালেস। এই মুহূর্তে পুরোদমে চলছে বিয়ের প্রস্তুতি। 

 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com