logo
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮ ১১:৫৭
আমিরের টানে চীন থেকে ভারত
প্রথম বাংলাদেশ ডেস্ক

আমিরের টানে চীন থেকে ভারত

ভারত তো বটেই, চীনেও আমির খানের ভক্ত আছেন অনেক। আর তাই ‘থাগস অব হিন্দুস্তান’ দেখার জন্য তারা চীন থেকে ভারত আসবেন আমিরের অনেক চীনা ভক্ত। ইতিমধ্যেই নাকি বিমানের টিকেট কেটে ফেলেছেন অনেকেই।

বলা হয়ে থাকে ভারতের ছবির দ্বিতীয় মার্কেট হলো চীন। আর তাই বেশ অনেকদিন ধরেই বিগ বাজেট ছবিগুলো চীনে মুক্তি দেয়া হচ্ছে। এর আগে আমিরের পিকে, দঙ্গল এবং সিক্রেট সুপার স্টার মুক্তি পেয়েছিল চীনে। সবগুলোই দারুণ ব্যবসা করেছে। দঙ্গল ১৯০৮ কোটি রুপি, সিক্রেট সুপারস্টার ৮৭৪ কোটি রুপি এবং পিকে ৮৩১ কোটি রুপি আয় করেছে। আমিরের অনেক ভক্তও তৈরি হয়েছে চীনে। কিন্তু  ভারতের ছবি চীনে মুক্তি পেতে বেশ অনেকদিন সময় লেগে যায়।’থাগস অব হিন্দুস্তান’ দেখার জন্য এতদিন অপেক্ষা করতে রাজি নন আমিরের চীনা ভক্তরা। তাই অনেকেই ভারতে এসে বড় পর্দায় উপভোগ করবেন আমিরের ছবি।

১৮৩৯-এ প্রকাশিত ফিলিপ ম্যাডোসের লেখা বই ‘কনফেশনস্ অফ আ থাগ’ অবলম্বনে লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। ৮ নভেম্বর মুক্তি পাবে ‘থাগস অব হিন্দুস্তান।’ ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ফাতিমা সানা শেখ, ক্যাটরিনা কাইফ। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com