logo
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮ ১১:০৭
নভেম্বরে জানা যাবে কারা পাচ্ছেন আ. লীগের মনোনয়ন
প্রথম বাংলাদেশ ডেস্ক

নভেম্বরে জানা যাবে কারা পাচ্ছেন আ. লীগের মনোনয়ন

নভেম্বরের মাঝামাঝি সময়ে জানা যাবে কারা পাচ্ছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলে মনোনয়ন চূড়ান্ত করবেন।

নির্বাচনে আসার ব্যাপারে বিএনপি সিদ্ধান্তহীনতায় থাকলেও জোরেশোরে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এতে গত ১০ বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরছেন নেতারা।

প্রায় প্রতিটি এলাকায় আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় তাদের গ্রহণযোগ্যতা নিয়ে জরিপ চালাচ্ছে দলটি।

তবে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে তৃণমূলকেই বেশি গুরুত্ব দেবে আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিপক্ষে কেউ কাজ করলে বহিষ্কারের মতো শাস্তিও হতে পারে বলে জানিয়েছেন নীতিনির্ধারকরা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com