logo
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮ ১৪:১১
১২০০ সপ্তাহ জুড়ে চলছে এক ছবি!
প্রথম বাংলাদেশ ডেস্ক

১২০০ সপ্তাহ জুড়ে চলছে এক ছবি!

সম্প্রতি ২৩ বছর পূর্ণ করলো আদিত্য চোপড়া পরিচালিত ভারতীয় ইতিহাসের অন্যতম রোমান্টিক ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। কিন্তু চমকপ্রদ খবর হচ্ছে, এখনও সফলভাবে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি।

হ্যাঁ। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্য যে, ১২০০ সপ্তাহ ধরে ছবিটি চলছে মুম্বাইয়ের মারাঠা মন্দিরে!

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র ২৩ বছর পূর্তিতে সিমরান ও রাজের ভালোবাসার গল্পকে এখনও সতেজ রাখার জন্য শাহরুখ ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।

সম্প্রতি টুইটারে শাহরুখ লিখেছেন, ‘এই যাত্রা শুরু হয়েছিলো ২৩ বছর আগে, এখনও চলছে। আপনাদের ভালোবাসা রাজ এবং সিমরানের ভালোবাসাকে বড়পর্দায় ১২০০ সপ্তাহ ধরে বাঁচিয়ে রাখতে পেরেছে। আমাদেরকে এতগুলো বছর ধরে নিঃস্বার্থভাবে ভালোবাসার জন্য ধন্যবাদ।’

কাজল বলেছেন, ‘১২০০ সপ্তাহ পেরিয়ে এখনও চলছে! ধন্যবাদ সবাইকে এত বছর ধরে এতটা ভালোবাসার জন্য। এটা আমাদের জন্য স্পেশাল একটি ছবি ছিল, আছে এবং থাকবে।’

ছবিটি সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী এবং সেরা পরিচালকসহ মোট ১০টি ফিল্মফেয়ার জিতেছে। এই ছবির মাধ্যমেই আদিত্য চোপড়া পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com