বলিউডে বইছে ‘মি টু’ ঝড়। যা শুরু করেছেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত তারকা অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবার তার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ তুললেন বলিউডের আরেক বিতর্কিত অভিনেত্রী রাখী সাওয়ান্ত!
কিন্তু নারীর বিরুদ্ধে আরেকজন নারী কী করে ধর্ষণের অভিযোগ তুলতে পারেন? এমন প্রশ্নের সুরাহা করেছেন রাখী নিজেই। বুধবার মুম্বাইয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। সেখানে হ্যাশ ট্যাগে ‘মি টু’ ইস্যু এবং অভিনেত্রী তনুশ্রীকে নিয়ে কথা বলেন রাখী সাওয়ান্ত। তারই এক পর্যায়ে তনুশ্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন তিনি।
বুধবার মুম্বাইয়ে রাখীর সংবাদ সম্মেলনের ভিডিও ক্লিপটি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল!
সংবাদ সম্মেলনে তনুশ্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে রাখী বলেন, বারো বছর আগে তনুশ্রীর সাথে আমার ভালো বন্ধুত্ব ছিলো। সে ছিলো আমার বেস্ট ফ্রেন্ড। তার সঙ্গে পড়েই আমি প্রথম ড্রাগ নেয়া শিখেছি। সে জোর করে আমাকে ড্রাগে আশক্ত করেছে। আর সে দেখতে নারী হলেও ভেতরে ভেতরে সে মূলত একজন পুরুষ। তার দ্বারা একাধিকবার আমি ধর্ষণের শিকার হয়েছি।
তনুশ্রীকে সমকামি দাবী করে রাখী আরো বলেন, বলিউডে অসংখ্য সমকামী রয়েছে। তনুশ্রী তাদের মধ্যে একজন। হ্যাশ ট্যাগে ‘মি টু’ আন্দোলন হলে তনুশ্রীর বিরুদ্ধে ‘শি টু’ আন্দোলনও শুরু হওয়া উচিত বলে মনে করেন রাখী।
অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন তনুশ্রী। যার বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলেছিলেন রাখী। এজন্য তনুশ্রীকে হেয় করে কথাও বলেছেন সংবাদ মাধ্যমে। আর এই কারণে তার বিরুদ্ধে ১০ কোটি টাকার হানহানি মামলা করেন তনুশ্রী। যার পরিপ্রেক্ষিতে রাখীও সম্প্রতি তনুশ্রীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেন।