logo
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮ ১৪:৩০
৫ বছর পর সিনেমায় ফিরলেন চিত্রনায়িকা শাকিবা
প্রথম বাংলাদেশ ডেস্ক

৫ বছর পর সিনেমায় ফিরলেন চিত্রনায়িকা শাকিবা

দীর্ঘদিন ধরেই সিনেমায় দেখা মিলছে না ঢাকাই ছবির একসময়কার নায়িকা শাকিবার। অনেকদিন আড়ালেই ছিলেন তিনি। হঠাৎ করে চলতি বছরের শুরুর দিকে আবারও সিনেমায় ফেরার ঘোষণা দেন। তখন না ফিরলেও এখন ফিরেছেন তিনি। অনেকদিন পর আবারো ক্যামেরার সামনে দাঁড়ালেন চিত্রনায়িকা শাকিবা।

সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ ছবিতে অভিনয় করলেন এই অভিনেত্রী। গেলো ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত কক্সবাজারের টেকনাফ এলাকায় ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। এ ছবিতে একজন টিভি সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাকিবাকে।

 

শাকিবা অভিনীত সর্বশেষ ছবি শাহ আলম কিরণের 'মাটির ঠিকানা' যেটি মুক্তি পেয়েছিলো ২০১১ সালে। এরপর ২০১৩ সালে সরকারি অনুদানের ছবি 'নমুনা'তে কাজ করলেও ছবিটি এখনো মুক্তি পায়নি। এনামুল করিম নির্ঝর পরিচালিত এ ছবিতে শাকিবার বিপরীতে ছিলেন আরেফিন শুভ।

চিত্রনায়িকা শাকিবা বলেন, প্রায় পাঁচ বছর পর অভিনয়ে ফিরলাম। টেকনাফে টানা ১০ দিন এ ছবির কাজ শেষ করে ঢাকায় ফিরেছি। যেহেতু একজন টিভি সাংবাদিকের চরিত্রে কাজ করেছি তাই অনেক কষ্টও করতে হয়েছে। কাজ করে ভীষণ ভালো লাগলো। আশা করি, দর্শকরাও আমার কাজটি পছন্দ করবেন।

প্রসঙ্গত, ২০০৪ সালে মনতাজুর রহমান আকবরের ‘ভন্ড নেতা’ ছবি দিয়ে চিত্রপাড়ায় অভিষেক ঘটলেও শাকিবার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘জীবনের গ্যারান্টি নাই’। এ ছবিটিও পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। এ ছবিতে শাকিবার বিপরীতে ছিলেন চিত্রনায়ক আমিন খান।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com