logo
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮ ১৪:৪২
কোরআন শরীফ অবমাননার দায়ে মামলা
প্রথম বাংলাদেশ ডেস্ক

কোরআন শরীফ অবমাননার দায়ে মামলা

রাজশাহীর তানোর উপজেলায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননার দায়ে জামাল উদ্দিন (৩১) নামের এক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ জামালকে গ্রেফতার করতে পারেনি। তানোর পৌর এলাকার তানোর মোল্লপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

গত বুধবার গ্রামবাসীর পক্ষে তানোর মোল্লাপাড়া এলাকার মোসলেমুদ্দীন বাদী হয়ে ওই এলাকার মৃত সাহেব জানের ছেলে জামালকে অভিযুক্ত করে থানায় মামলা করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, বাড়িতে পারিবারিক কলহের জের ধরে জামাল ও তার মা ছাহেরা বেওয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামালের মা ঘর থেকে কোরআন শরীফ হাতে নিয়ে ছেলেকে সত্য কথা বলতে বলে। জামাল কোরআন শরীফ হাতে নিয়ে মাটিতে ফেলে দিয়ে রাগের বসে কোরআন শরীফের উপর পা দিয়ে ডলাডলি করে বলে জানা যায়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com