logo
আপডেট : ৩০ জুন, ২০১৮ ১১:৫১
অস্ত্র-গুলিসহ আটক ৬
প্রথম বাংলাদেশ ডেস্ক

অস্ত্র-গুলিসহ আটক ৬

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার) দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com