মেহেরপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এনামুল হক এনা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের বটতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। ওই সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, মেহেরপুর-কাথুলী সড়কের কুলবাড়িয়া গ্রামের বটতলায় কয়েকজন মাদক কারবারির অবস্থান নেয়ার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় তাদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। পরে অন্যরা পালিয়ে গেলেও সেখানে এনামুলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৬৩ বোতল ফেন্সিডিল ও একটি এলজি শাটারগান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ওবাইদুর।