logo
আপডেট : ৬ নভেম্বর, ২০১৮ ১১:২৮
দিওয়ালি কনসার্টে ঢাকায় আসছেন শংকর-এহসান-লয়
প্রথম বাংলাদেশ ডেস্ক

দিওয়ালি কনসার্টে ঢাকায় আসছেন শংকর-এহসান-লয়

বলিউডের জনপ্রিয় তিন সঙ্গীতশিল্পী শংকর মহাদেবন, এহসান নুরানী ও লয় মেন্দোনসা সুরের মূর্ছনায় শ্রোতা মাতাতে বাংলাদেশে আসছেন। জনপ্রিয় এই ব্যান্ডদল পারফর্ম করবে ঢাকার একটি মঞ্চে।

ভারতীয় দূতাবাস ঢাকার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিওয়ালি কনসার্ট-২০১৮। আসছে ১৬ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় রাত ৮টায় বসবে দিওয়ালি কনসার্টের আসর। আর এই কনসার্টে অংশ নেবেন ভারতের অসম্ভব জনপ্রিয় সংগীত ত্রয়ী শংকর-এহসান-লয়।

কনসার্টের টিকিট পাওয়া যাবে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার, ধানমন্ডির ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার এবং গুলশানের খাজানা রেস্টুরেন্টে। টিকিটের মূল্য দুই হাজার টাকা এবং এক হাজার টাকা।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ ও বেঙ্গল গ্রুপ। বলিউডের অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন শংকর-এহসান-লয়। এছাড়াও ২০১১ সালে ঢাকায় আয়োজিত বিশ্বকাপ ক্রিকেটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে তারা পারফর্ম করেছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com