logo
আপডেট : ১০ নভেম্বর, ২০১৮ ১০:৫৭
আ’লীগের মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু
প্রথম বাংলাদেশ ডেস্ক

আ’লীগের মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু

দ্বিতীয় দিনের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। শনিবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে এই মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এর আগে, শুক্রবার (৯ নভেম্বর) উদ্বোধনী দিনে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১৭০০টি।

শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছিল। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসনের জন্য মনোনয়নপত্র নেন। এছাড়া নোয়াখালী-৫ আসনের জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেন মনোনয়নপত্র।

অন্যান্যের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন ফরিদপুর-৩ আসনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশারফ হোসেন, সিলেট-১ আসনের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। কিশোরগঞ্জ-১ আসনের জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। একই আসন থেকে সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ আশরাফের ভাই সৈয়দ শাফায়াতুল ইসলাম মনোনয়নপত্র নেন।

এছাড়াও ফরিদুপর-১ আসনের জন্য দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মাদারিপুর-৩ আসনের জন্য দলের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একই আসনের জন্য দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শরীয়তপুর-২ আসনের জন্য দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, চাঁদপুর-৩ আসনের জন্য সুজিত রায় নন্দী, একই আসনের জন্য রেদোয়ান খান বোরহান, রাজশাহী-৬ আসনের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বরগুনা-২ আসন থেকে বরগুনা জেলার বামনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ডেপুটি অ্যাটর্নী জেনারেল হারুন-অর-রশীদ।

এছাড়া নারায়নগঞ্জ-৩ আসনের জন্য সাবেক ছাত্রনেতা মাসুদ দুলাল ও কায়সার হাসনাত, পিরোজপুর-৩ আসনের জন্য পিরোজপুর জেলা আওয়ামী লগের সদস্য তাজ উদ্দীন আহমেদ, মৌলভীবাজার-৩ এর জন্য আবদুল মালিক তরফদার, নেত্রকোণা-২, নড়াইল-১ আসনের জন্য যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সরোয়ার হোসেন, নেত্রকোণা-৫ আসনের জন্য তুহিন আহাম্মেদ খান, নেত্রকোনা-২ আসনের জন্য নূর খান, একই আসনের জন্য শামসুর রহমান লিটন (ভিপি লিটন), নোয়াখালী-৬ আসনের জন্য মাহমুদ আলী রাতুল প্রমুখ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (৮ নভেম্বর)।

তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।

তফসিল ঘোষণার পর শুক্রবার থেকে শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পত্রের ফরম বিক্রি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে সকাল ১০টা থেকে এই ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্রের ফরম কেনার জন্য আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ের সামনে সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় করেছেন। গতবার মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থাকলেও এবার তা ৩০ হাজার টাকা করা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com