logo
আপডেট : ১ জুলাই, ২০১৮ ১১:০০
দিল্লিতে একই পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক

দিল্লিতে একই পরিবারের ১১ জনের মরদেহ উদ্ধার

ভারতের রাজধানী দিল্লির একটি বাড়িতে একই পরিবারের ১১ জন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে দিল্লির বুরাতিতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, মরদেহগুলোর মধ্যে ৭ জন নারীর এবং বাকি চারজন পুরুষ। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, নিহতরা সম্ভবত আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে। ওই পরিবার একটি ফার্নিচারের ব্যবসা চালাত বলে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com