logo
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮ ১৬:৪৮
খালেদার সঙ্গে সাক্ষাতে কারাগারে যাচ্ছেন ফখরুলসহ তিন নেতা
প্রথম বাংলাদেশ ডেস্ক

খালেদার সঙ্গে সাক্ষাতে কারাগারে যাচ্ছেন ফখরুলসহ তিন নেতা

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যাচ্ছেন দলটির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

আজ সোমবার দুপুর আড়াইটায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি নির্বাচনের সার্বিক বিষয়ে তাকে অবহিত করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

প্রতিনিধি দলে থাকছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমেদ।

নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আর দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে না যাওয়ার অবস্থান থেকে সরে এসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর একদিন পর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যাচ্ছেন এই প্রতিনিধি দল।

এর আগে সোমবার সকালে ফেনী-১ আসন থেকে কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে প্রথম মনোনয়নপত্রটি সংগ্রহ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৬ আসন থেকে মনোনয়নপত্র নেন। এ ছাড়া দলের অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বগুড়া-৭ আসন থেকে খালেদা জিয়ার পক্ষে আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com