logo
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮ ১০:৪৪
মনোনয়ন কেনা ও জমা দেয়ার সময় বাড়ালো বিএনপি
প্রথম বাংলাদেশ ডেস্ক

মনোনয়ন কেনা ও জমা দেয়ার সময় বাড়ালো বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার সময় আরও দু’দিন বাড়ালো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আজ সোমবার রাতে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ একথা জানান।  

তিনি জানান, নির্বাচনের তারিখ পেছানোর কারণে দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হয়েছে।

সারাদেশে থেকে মনোনয়ন ফরম সংগ্রহের মোট সংখ্যা বললেও বিভাগীয় কোনো পরিসংখ্যান দিতে পারেননি তিনি।

তবে আজ উদ্বোধনী দিনে এক হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি বলে জানা যায়।  

আগামী ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে এবং এই একই দিন জমা দেয়ার শেখ তারিখ নির্ধারণ করা হয়েছে।

১৪ নভেম্বর ফরম জমা নেওয়ার কথা থাকলেও পাশাপাশি ১৫ এবং ১৬ নভেম্বরও বিএনপির মনোনয়ন ফরম বিক্রি এবং জমা নেওয়া হবে।

প্রথম দিনে বেলা পৌনে ১১টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ফেনী-১ আসনে মনোনয়ন ফরম কেনার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।  


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com