logo
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮ ১১:১৬
৭ ফিলিস্তিন নিহত হওয়ার পর দ্বিতীয় দিনেও সংঘর্ষ চলছে
প্রথম বাংলাদেশ ডেস্ক

৭ ফিলিস্তিন নিহত হওয়ার পর দ্বিতীয় দিনেও সংঘর্ষ চলছে

গাজায় ইসরায়েলের সেনা অভিযানে হামাস কমান্ডারসহ ৭ ফিলিস্তিনির মৃত্যুর পর দ্বিতীয় দিনেও ব্যাপক সংঘর্ষ হয়েছে।

রোববারের ওই হামলার জবাবে ইসরায়েল সীমান্তে প্রায় ২শ’ রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের বিদ্রোহী রাজনৈতিক দল হামাস। অন্যদিকে ইসরায়েল আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার মাধ্যমে কমপক্ষে ৮০টি রকেট ধ্বংস করার দাবি করেছে।

হামাসের ছোড়া একটি রকেট একটি বাসে আঘাত করলে সেটিতে আগুন ধরে এক সেনা গুরুতর আহত হয় বলেও জানিয়েছে ইসরায়েল। পাল্টা জবাব হিসেবে গাজার কিছু এলাকা লক্ষ্য করে ৭০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে দেশটি।

হামাস ও ইসলামিক জিহাদ নামের আরেকটি বিদ্রোহী গ্রুপের অবস্থান লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে বলে জানানো হয়েছে। বিমান হামলায় হামাসের আল আকসা টিভি ভবন ধ্বংস হয়েছে। নিহত হয়েছে ৩ জন ফিলিস্তিনি। ইসরায়েলের দাবি ওই ৩ জনের মধ্যে দু’জনই জঙ্গি।

এছাড়া আরও ৯ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছে গাজায় হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

অন্যদিকে হামাসের হামলায় এ পর্যন্ত আরও ১০ ইসরায়েলি আহত হয়েছে বলেও জানিয়েছেন ইসরায়েলি চিকিৎসকরা।

ইসরায়েলি মেজর জেনারেল কামিল আবু রুকুন হামাসকে হুঁশিয়ার করে বলেছেন, হামাস একটি চরম সীমা লঙ্ঘন করেছে এবং ইসরায়েল প্রত্যেকটি সন্ত্রাসী কর্মকাণ্ড ও রকেট হামলার জবাব কঠোরভাবে দেবে।

সংঘর্ষের কারণে হুমকির মুখে পড়েছে ইসরায়েল-ফিলিস্তিনি অনানুষ্ঠানিক শান্তি আলোচনা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু প্যারিসে প্রথম বিশ্বযুদ্ধের শতবার্ষিকীর অনুষ্ঠানের সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরেছেন তার নিরাপত্তা প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকের জন্য।

সংঘর্ষটি ব্যাপকতায় ২০১৪ সালের গাজা যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com