logo
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮ ১১:৩৭
ময়মনসিংহে ডিবির অভিযানে মাদক কারবারি নিহত
প্রথম বাংলাদেশ ডেস্ক

ময়মনসিংহে ডিবির অভিযানে মাদক কারবারি নিহত

ময়মনসিংহে ডিবি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে সুমন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। ডিবি পুলিশের দাবি, নিহত সুমন ময়মনসিংহ শহরের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি।

জেলার শম্ভুগঞ্জের চর পুলিয়ামারি এলাকায় মঙ্গলবার রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ডিবি পুলিশ জানিয়েছে,  নিহত সুমনের বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী, ডাকাতি, চুরি ও ছিনতাইসহ ১০টি মামলা রয়েছে।  তিনি সদর উপজেলার চরকালিবাড়ির বাসিন্দা গোলাম মোস্তাফা ওরফে সুরুজ ড্রাইভারের ছেলে।

ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে শহরতলী শম্ভুগঞ্জ চরপুলিয়ামারী এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের শাইখ সিরাজ রোডে মাদকবিরোধী অভিযানে যায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৬-৭ জন মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

পরে শীর্ষ মাদক কারবারি সুমনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৪ কেজি গাঁজা ও ১০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা  হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com