logo
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮ ১৩:১২
বিয়েতে উপহার মানা, চেক চাইলেন দীপিকা
প্রথম বাংলাদেশ ডেস্ক

বিয়েতে উপহার মানা, চেক চাইলেন দীপিকা

বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে আজ। আর এর মাঝেই তারা আমন্ত্রিত অতিথিদের জানিয়ে দিয়েছেন, কোনো উপহার আনা যাবে না অনুষ্ঠানে।

দীপিকা জানিয়েছেন, বিয়েতে কোনো উপহার চান না তিনি। তাই অতিথিদেরকে উপহার নিয়ে আসতে মানা করেছেন তিনি। তবে কেউ যদি উপহার দিতে চায়, তাহলে দীপিকার এনজিও ‘লিভ লাভ লাইফ’-এ চেক পাঠাতে বলা হয়েছে। দীপিকার এই এনজিও ডিপ্রেশন এর শিকার মানুষদের নিয়ে কাজ করে।

ইতালির লেক কেমোতে অবস্থিত একটি বিলাসবহুল ভিলা দেল বালবিয়ানেল্লোতে অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। দুই পরিবার এবং বন্ধুসহ মাত্র ৩০ জন থাকবেন বিয়ের অনুষ্ঠানে। সেখানে মোবাইল ফোন আনাও নিষেধ। বিয়ের ছবি যাতে রণবীর-দীপিকার অনুমতি ছাড়া ছড়িয়ে না পরে, সেজন্যই এই নিষেধাজ্ঞা। এনডিটিভি

 

প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com