logo
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮ ১৩:১৩
আসছে কোয়েলের ‘রক্ত রহস্য’
প্রথম বাংলাদেশ ডেস্ক

আসছে কোয়েলের ‘রক্ত রহস্য’

গত বছরও দুই ছবি দিয়ে পর্দা কাঁপিয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিকের মতো টলিউডে তারও রয়েছে স্থায়ী আসন। অভিনয় প্রতিভা দিয়ে অর্জন করেছেন সুপারস্টার তকমা। হালের দেব, জিৎ, সোহম, হিরণ-সবার সঙ্গেই তার জুটি সুপারহিট। বর্তমানে পর্দায় আগের মতো দেখা না মিললেও রয়েছেন অভিনয়ের সঙ্গেই।

সেই ধারাবাহিকতায় খুব শিগগির নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন কোয়েল। তবে এবার আর কোনো প্রেমের গল্প নয়। তার নতুন ছবির গল্প থ্রিলার ঘরানার। নামেই রয়েছে যার গন্ধ, ‘রক্ত রহস্য’। এটির মুখ্য চরিত্রে দেখা যাবে কোয়েলকে। আরো আছেন লিলি চক্রবর্তী, চন্দন রায় সান্যাল, ঋতব্রত মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবরায় চট্টোপাধ্যায় ও জয়রাজ ভট্টাচার্য।

‘রক্ত রহস্য’ ছবির গল্প লিখেছেন সৌকর্য ঘোষাল। পরিচালনার দায়িত্বও তার ঘাড়ে। এই ছবিতে কোয়েলকে নেয়ার ব্যাপারে পরিচালক ঘোষাল বলেন, ‘চিত্রনাট্য অনুযায়ী ছবির মুখ্য চরিত্র ‘স্বর্ণজার’-এর ভূমিকায় একজন নারীকে প্রযোজন ছিল। অনেক বেবে কোয়েলকে উপযুক্ত মনে হল। এরপর তাকে ছবির চিত্রনাট্য শোনালাম। কোয়েল শুধু জিজ্ঞেস করল, শুটিং কবে শুরু হবে।’

এক সময়ের রোমান্টিক নায়িকা কোয়েল ইদানিং একটু অন্যধারার ছবিতে কাজ করতে পছন্দ করছেন। ‘রক্ত রহস্য’-তে তাকে দেখা যাবে একজন রেডিও জকির ভূমিকায়। ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন চরিত্রে অভিনয় করতে চলেছেন নায়িকা। দুটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বদলে যায় যার জীবন। নিসপাল সিং প্রযোজিত এ ছবির শুটিং শুরু হবে ১৫ নভেম্বর, বৃহস্পতিবার থেকে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com