logo
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮ ১৯:২০
এবার জয়ার ‘বিউটি সার্কাস’
প্রথম বাংলাদেশ ডেস্ক

এবার জয়ার ‘বিউটি সার্কাস’

সময়টা এখন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। কারণ সম্প্রতি তার নিজের প্রযোজিত সিনেমা ‘দেবী’ দারুণ সাফল্য পেয়েছে। এবার মুক্তি পেতে যাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘বিউটি সার্কাস’।

নতুন বছরের শুরুতেই মাহমুদ দিদার পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। ইতিমধ্যে শুটিং শেষে, এ মূহুতে সিনেমাটি সম্পাদনার টেবিলে রয়েছে। ‘দেবী’র প্রচারণা শেষে জয়া নতুন এ সিনেমাটির ডাবিংয়ের কাজ শুরু করেছেন।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক মাহমুদ দিদার বলেন, ‘এক শীতে সিনেমাটির শুটিং শুরু হয়েছিলো। এবার অন্য শীতে চলছে ডাবিং। সিনেমাও শেষের দিকে। এ মাসের শেষের দিক থেকেই একটা ক্যাম্পেইন প্ল্যানিংয়ের দিকে যাবো। নতুন বছরে নতুন সম্ভাবনা আকারে ‘বিউটি সার্কাস’ বড়পর্দায় দেখা দেবে।’

জয়া আহসান বলেন, ‘এটি আমার অভিনয় জীবনের খুব রোমাঞ্চকর কাজের একটি। অভিনয়শিল্প আপনাকে এমন কিছু জায়গায় নিয়ে যায় যেখানে আপনি আগে কোনোদিন যাননি। আবার এমন কিছু চরিত্র প্রদর্শন করার সুযোগ করে দেয় যার অভিজ্ঞতাটাও একেবারে নতুন।’

তিনি আরও বলেন, ‘এবার এমনি একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করার সুযোগ এসেছিল, সার্কাস- প্রদর্শনকারী সেজে তাও আবার এক জম্পেশ সার্কাসের স্টেজে! সার্কাস এর এই পুরো অভিজ্ঞতাটাই আমার জন্য সম্পূর্ণ নতুন ছিল, সামনে থেকে কখনো দেখার সুযোগ হয়নি তাই।’

উল্লেখ্য, সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস পুড়িয়ে দেয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে সিনেমাটিতে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com