logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮ ১০:২১
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আসছেন রবিবার
প্রথম বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আসছেন রবিবার

বাংলাদেশে নব নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে আগামী ১৮ নভেম্বর রবিবার ঢাকা আসছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে প্রথা অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। পররাষ্ট্র দপ্তরের চিফ অব প্রটোকল সেন ললার শপথ পরিচালনা করেন।

রাষ্ট্রদূত মিলারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের এম জিয়াউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দুই প্রাক্তন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ও মার্শা বার্নিকাটও রাষ্ট্রদূত মিলারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

রাষ্ট্রদূত জিয়াউদ্দিন, ড্যান মজীনা ও মার্শা বার্নিকাট বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল মিলারকে অভিনন্দন জানান ও তার সফলতা প্রত্যাশা করেন।

এদিকে ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন মঙ্গলবার রাতে তাঁর ওয়াশিংটন ডিসির বাসভবনে নতুন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিলারের সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করেন। এতে মার্শা বার্নিকাটও যোগ দেন। রাষ্ট্রদূত মিলার আগামী শনিবার ওয়াশিংটন ডিসি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com